এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৈত্রিক সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ফার্মেসী ব্যবসায়ী সুভাষ পাল(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ জানুয়ারী) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বেঙ্গাডোবা গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর ছেলে সুভাষ পাল (৫০), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়।হাতাহাতির এক পর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন। এতে তার মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানায়। খবর পেয়ে মাধবপুর থানার
ওসির দিকনির্দেশনায় ও উপ-পরিদর্শক এস আই দীন মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
নিহত ব্যক্তির সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রকিবুল ইসলাম খাঁন। তিনি বলেন নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
শেয়ার করুন