‘মানবাধিকার, ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালা সম্পন্ন

বাংলাদেশ

 

স্বাধীনতা প্রকল্পের আওতায় ‘মানবাধিকার, সামাজিক ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) শাহজালাল উপশহরের এনজিও ফোরাম মিলনায়তনে কর্মশালা সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও) আয়োজিত এ কর্মশালা বাস্তবায়নে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। পুরো আয়োজনটি অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

কর্মশালার উদ্দেশ্য ছিল তরুণ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সামাজিক কর্মীদের নাগরিক পরিসর, মানবাধিকার, ডিজিটাল নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং অপতথ্য মোকাবেলায় দক্ষ করে তোলা। একই সঙ্গে অংশগ্রহণকারীদের দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলাও ছিল এর লক্ষ্য।

দুইদিনব্যাপী কর্মশালায় মানবাধিকার ও সার্বজনীন মানবাধিকার সনদ, মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক নাগরিক পরিসর, জেন্ডারভিত্তিক সহিংসতা, প্রযুক্তিনির্ভর সহিংসতা ও অনলাইন হয়রানি, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল অধিকার ও আচরণ, সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার, ফ্যাক্ট চেকিং, অপতথ্য শনাক্তকরণ কৌশল, নিরাপদ অনলাইন উপস্থিতি, সাইবার সুরক্ষা নীতিমালা, সঞ্চালন দক্ষতা ও নেতৃত্ব বিকাশ বিষয়ে আলোচনা ও প্র্যাকটিস সেশন অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা দলীয় কার্যক্রম, উপস্থাপনা ও সিমুলেশন অনুশীলনের মাধ্যমে আলোচিত বিষয়গুলো গভীরভাবে অনুধাবন করেন।

অংশগ্রহণকারী তরুণ সাংবাদিক নাহিম মিয়া বলেন, “ডিজিটাল পরিসরে যে চ্যালেঞ্জগুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে, সেগুলো মোকাবেলায় এই প্রশিক্ষণ আমাদের বাস্তব জীবনে সহায়ক হবে।”
আরেকজন বলেন, “অপতথ্য যাচাই ও নিরাপদ অনলাইন আচরণ নিয়ে হাতে-কলমে শেখার অভিজ্ঞতা আমাদের পেশাগত জীবনেও কাজে দেবে।”

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের নেতৃত্ব বিকাশ, মানবাধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিসর তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন—মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোজেক্ট অফিসার (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) নুসরাত ফাতিমা, আরডব্লিউডিও’র নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. মহসিন রেজা, প্রজেক্ট ফোকাল মো. জাহিদুল ইসলাম রশিদ, অ্যাকাউন্টস অফিসার নাহরিন সুলতানা, সোশ্যাল অফিসার তামান্না আক্তার এবং প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ।

সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত ১৬ জন পুরুষ ও ১৬ জন নারীসহ মোট ৩২ জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে অতিথি ও আয়োজকবৃন্দ অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *