ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে হঠাৎই এক ভিডিও নিয়ে হাজির হন। সেই ভিডিওতে নিজের সংসার ভাঙার খবর জানান তিনি। জানান, স্বামী রকিব সরকারের সঙ্গে বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না। যদিও বিচ্ছেদের কারণ স্পষ্ট করেননি এই অভিনেত্রী।
এদিকে মাহির এই ভিডিওবার্তার পরেও নীরব ছিলেন স্বামী রকিব সরকার। অভিনেত্রী যেদিন ফেসবুকে এসে নিজের সংসার ভাঙার খবর জানান, সেদিনও গাজীপুরে এক কনসার্টে অংশ নিয়েছেন তার স্বামী। কিন্তু বিচ্ছেদের খবরে ছিলেন পুরোপুরি নিশ্চুপ।
অবশেষে রোববার (১৮ ফেব্রুয়ারি) মুখ খুলেছেন রকিব। যদিও বিচ্ছেদ বা সংসার ভাঙার কারণ স্পষ্ট করেননি তিনি।বলেছেন, মাহির মতো একটি ভিডিও নিয়েই হাজির হবেন তিনি। সেখানেই বলবেন বিচ্ছেদ সম্পর্কে তার যত কথা।
রকিবের কথায় স্পষ্ট, মাহির মতো তিনিও হয়তো কোনো ভিডিওতেই বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান পরিস্কার করবেন। তবে সেটা কবে, তা এখনও বললেন না এই অভিনেত্রীর স্বামী।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে।
এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাদের ওই বিয়ে ভেঙে যায়।
শেয়ার করুন