মিয়ার বাজার ক্রিকেট প্রিমিয়ার লীগের ৫ম আসরে নিলামে অংশ নেম ১৩৪ জন খেলোয়াড়

বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার এর মত একটি পল্লী এলাকা এখন আধুনিক ক্রিকেট জ্বরে দারুণভাবে আক্রান্ত। গত ৫ বছর ধরে উৎসবমুখর পরিবেশে বেশ ঘঠা করে অনুষ্ঠিত হচ্ছে খেলোয়াড় লিলাম। এ মৌসুমেও ৭টি দল লিলামে অংশ নেয়। আর এতে অংশ নেন ১৩৪ জন খেলোয়াড়।

জানাগেছে গত কয়েক বছর ধরে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের স্থানীয় মিয়ার বাজারে এলাকার কয়েকটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জমজমাট ক্রিকেট আসর মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ক্রিকেট। আর এতে দিন দিন ক্রিকেট এর প্রতি এলাকার তরুণদের আগ্রহ বেড়েই চলছে। পাশাপাশি আধুনিক ক্রিকেট জ্বরে আক্রান্ত এখন বিশ্বনাথের পল্লী এলাকা হিসেবে পরিচিত দশঘর ইউনিয়নের মিয়ার বাজার। গত ৫ বছর ধরে উৎসবমুখর পরিবেশে বেশ ঘঠা করে অনুষ্ঠিত হচ্ছে খেলোয়াড় লিলাম। এ মৌসুমেও ৭টি দলের হয়ে মোট ১৩৪ জন খেলোয়াড় লিলামে অংশ নেয়। লিলামে অংশগ্রহনকারী দলগুলি হচ্ছে ডাঃ মাছুম এন্ড লিতু খান ক্রিকেট টিম, ইমাদ সিক্সার্স, আমীন ফাইটার্স, খান রয়েলস্, মারুফ এন্ড মুরসালিন স্টাইকার্স,ব্যাচ সেভেন চাঁন্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড পার্ট অফ হিউম্যানেটি।
ফরেন কোটায় সুহেল আহমদকে খান রয়েলস সর্বোচ্চ ১১ হাজার ৩ শত টাকা দিয়ে তাদের দলে বেড়ায়। আর স্থানীয় কোটায় জাহেদ আহমদকে ডাঃ মাছুম এন্ড লিতু খান ক্রিকেট টিম ও জুবায়ের আহমদকে আমিন ফাইটার্স ৭ হাজার ২ শত টাকা করে দিয়ে উভয় দল তাদের দলে বেড়ায়।
গত ১৫ নভেম্বর রাতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ক্রিকেট এর ৫ম আসরের খেলোয়াড় নিলাম কার্যক্রম।
মিয়ার বাজার ক্রীড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমন্বয়ক আবু বক্করের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আব্দুল মানিক, মজম্মিল আলী, হাজী রুসমত আলী, বখতিয়ার আলী ও সাদিকুর রহমান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ স্পোর্টস ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহসভাপতি মিছবাহ খান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, সাথী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, বিশ্বনাথ স্পোর্টস ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার প্রচার সম্পাদক সাব্বির আহমদ।শুরুতে কুরআন তেলাওয়াত করেন সংস্থার সহপ্রচার সম্পাদক মো. জাবু শাহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহির আহমদ এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুনু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *