মোংলায় কোডেক’র পক্ষ থেকে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

জাতীয়

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক’র স্বপ্নযাত্রা প্রকল্প’র আয়োজনে ৬ নভেম্বর রবিবার বিকেলে মোংলার মাকোড়ডোন শিশু শিক্ষা কেন্দ্রে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার বিকেল ৪টায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডেক সপ্নযাত্রা প্রকল্প বাগেরহাটের সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি মেম্বর হারুন মল্লিক, কোডেক’র রাকিব আহসান, মিরাজ হোসেন, শেখ মোতালেব হোসেন, বাপা নেতা সাংবাদিক হাছিব সরদার প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কমলেশ মজুমদার বলেন যেখানে যাই না কেন ইউএনও হিসেবে প্রথম কর্মস্থল মোংলার কথা মনে থাকবে। তিনি মোংলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে সকলে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার কোডেক স্বপ্নের ঠিকানা প্রকল্প বাস্তবায়নে মাকোড়ডোন ব্রীজ স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *