শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে এক হাজার আটশত লিটার চোরাই ডিজেলসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি বেইস মোংলা নালা সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার থেকে ১৮০০ লিটার অবৈধ চোরাই ডিজেল জব্দসহ ১ জন তেল চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ রিয়াজ হাওলাদা (২২), পিতাঃ মোঃ এনামুল হাওলাদার। তিনি মোংলার কাইনমারি এলাকার বাসিন্দা।
তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহেণের জন্য জব্দকৃত চোরাই ডিজেল, স্টীলবডি ট্রলার ও আটককৃত ব্যক্তি মোংলা থানায় হস্তান্তর করা হয়।
শেয়ার করুন