মোংলায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাব-৬

জাতীয়

 

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলা দিগরাজ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন প্রতিষ্টানকে ৩৭,০০০ টাকা জরিমানা করেছে র‍্যাব- ৬ খুলনা সদর। বৃহস্পতিবার ১৩ এপ্রিল দুপুর ১২ টা থেকে ২ টা পযন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি সামগ্রি তৈরী করার অপরাধে মোংলা দিগরাজ বাজার এলাকার বলোরাম ঘোষকে (১০,০০০) দশহাজার,
দেবাশিষ মন্ডলকে (৭,০০০) সাত হাজার এবং সুব্রত কুমার ঘোষ কে (২০,০০০) বিশ হাজার টাকা সহ সর্বমোট ৩৭,০০০ টাকা অর্থ দন্ড প্রধান করা হয়। বাগেরহাটের ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আব্দুল্লা আল ইমরান উপস্থিতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব – ৬

র‍্যাবের পক্ষথেকে বলাহয়েছে বর্তমান সময়ে জঙ্গি, সন্ত্রাস, মাদক ও চাঞ্চলকর অপরাধিদের গ্রেপ্তারের মাধ্যমে জনগনের আস্থা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে র‍্যাব। তারই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারন মানুষ যাতে অস্বাস্থ্যকর খাবার খেয়ে সাস্থ্য ঝুঁকিতে না পরে এবং প্রতারিত না হয় সে বিষয় টি মাথায় রেখে আমরা এ অভিযান পরিচালনা করছি। আগামিতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *