শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড এলাকা হতে বৃহস্পতিবার ১০ নভেম্বর সকাল ১১টায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
জিউধারা ফরেস্টের স্টেশন কর্মকর্তা শাহজাহান মোক্তাদির এ তথ্য নিশ্চিত করে বলেন সুন্দরবন ইউনিয়নের সবেক চেয়ারম্যান মৃধা নজরুল ইসলামের বাড়ির পিছনে জালের সাথে একটি সাপ আটকে আছে, স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে সকালে সাপটিকে উদ্ধার করে দুপরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সাপটি ওজনে ৬ কেজি লম্বায় ৭ফুট।
তিনি আরো জানান সুন্দরবন সংলগ্ন আশে পাশের লোকালয় গুলিতে খাবারের সন্ধানে প্রতি নিয়তো সাপগুলি চলে যাচ্চে। সাধারন মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে কোথাও কোন বন্যপ্রানীর সন্ধান পেলে সেগুলিকে অক্ষত রেখে আমাদেরকে খবর দিলে আমরা উদ্ধারকরে তাদেরকে তাদের আভাসস্থল বনে ফিরিয়ে দিতে সক্ষম হবো।
শেয়ার করুন