মৌলভীবাজার প্রতিনিধি : ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মৌলভীবাজার-শমসেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়কের ধলাই নদীর ওপর নির্মিত সেতু। সেতুটির এপ্রোচে বিশাল এলাকাজুড়ে সড়কে ফাটল দেখা দিয়েছে।
শনিবার সন্ধ্যার পর থেকে ফাটলের ফলে সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করেছে সড়ক বিভাগ।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন মুঠোফোনে ঢাকা টাইমসকে জানান, মৌলভীবাজার কমলগঞ্জ চাতলাপুর চেকপোস্ট সড়কে ধলাই নদীর সেতুর মুখে সড়কের মাটি ধসে কারণে সকাল থেকে এই সড়কে আমরা ভারী যান চলাচল নিষিদ্ধ করেছিলাম। পরীক্ষা-নিরীক্ষা ও মেরামত শেষ করার আগ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সেতুটি অনেক পুরোনো। তবে হঠাৎ মাটি ধসে যাওয়ার কারণ জানা যায়নি।
এর আগে শনিবার সকালে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে চৈত্রঘাট সেতুর অ্যাপ্রোচ মেরামত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। ভারী যান চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির অনুলিপিও বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়।
চৈত্রঘাট এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুতর স্থাপনার উভয় পাশে এক কিলোমিটার এলাকায় সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও এখানে প্রতিনিয়ত ড্রেজার মেশিন দিয়ে ধলাই নদীর বালু উত্তোলন করা হয়।
তাদের দাবি, সেতু এলাকায় অধিক বালু উত্তোলনের ফলেই নদী পাড়ের মাটি ধসে গেছে। শুধু সেতুই নয়, নদীর পাড়ের প্রায় ১ কিলোমিটার জায়গা দিয়ে ফাটল দেখা দিয়েছে।
শেয়ার করুন