সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে অবরোধ কর্মসুচীর তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে পিকেটিং করেছে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে শহরের শমসের নগর রোডে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মতিন বকশ্, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী, পৌর বিএনপি সদস্য সচিব মনওয়ার আহমদ রহমান, জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়া প্রমুখ।
এদিকে সকালে ঢাকা- সিলেট মহাসড়কের থানাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের অনুসারীরা। এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ফয়সল আহমদ, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহান পারভেজ শিপন উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন চায়। অথচ এ ভুয়া ভোটের সরকার সুষ্ঠু ভোট দিতে জনগণের মুখোমুখি হতে ভয় পায়। চলমান এ আন্দোলনের সাথে দেশের সকল গণতন্ত্র কামী জনতার সমর্থন বিএনপির সাথে রয়েছে।
এমনিতেই তো দেশের অধিকাংশ জনগণ সুখে নেই, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, কোনো জিনিসেরই দাম কমছে না। দিন দিন শুধুই জনগণের কাঁধে বোঝা বাড়ছে। দেশের মানুষের মধ্যে জনসুখ নেই। আত্মতৃপ্তি নেই, আছে যত কষ্ট আর বেদনা।