যশোর দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা -পরিকল্পনা প্রতিমন্ত্রী

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুর বারটায় বণিক বার্তার আয়োজনে যশোরের ওরিয়ন ইনটারন্যাশনাল হোটেলে দিনব্যাপী এনবিএফআই মেলা ২০২২ অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে প্রথমবারের মতো দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মেলার প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করে বলেন- যশোর দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এ জেলার শাক-সবজিসহ বিভিন্ন ধরনের ফল, ফুল, মিষ্টি, খেজুরের রস বিখ্যাত। পদ্মাসেতু হওয়ায় অর্থনৈতিক সুযোগ আরও বেড়েছে। অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে বণিক বার্তার এ আয়োজন মূলত সামাজিক দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ। ব্যবসা মূলতঃ ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক হয়ে আছে। এতে বৈচিত্র্য আনা দরকার। আর্থিক খাত হলো আমাদের শিরা-উপশিরা। আর এই আর্থিক খাতের মধ্যে গুরুত্বপূর্ণ হলো অব্যাংকিং আর্থিক খাত। জামানতের বাইরে ব্যবসার সম্ভাবতা ও ঐতিহ্য চিন্তা করে অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো লোন দিয়ে থাকে। ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা ঋণখেলাপি। বড় বড় কোম্পানিগুলো ঋণখেলাপি করে। কিন্তু অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে এ ঝুঁকি কম। এখানে কম সুদে লোন দেয়া হয়। যশোরে বিনিয়োগে অনেক সুযোগ রয়েছে। কৃষি খাতে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। নভেম্বর থেকে মার্চ পযন্ত দেশের ৬০ ভাগ শাক-সবজির যোগান দেয়। এসব কারণে সব ব্যাংকের শাখা এই জেলায় আছে। এসএমই খাতে সবচেয়ে বেশি সেবা দেয় অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। আশা করবো এ জেলায় ব্যাবসায়ীরা বিনিয়োগ বাড়াবে। বাংলাদেশ এখন বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার সেরা দেশ। ভারতের চেয়ে মাথাপিছু আয় ও শিক্ষার হার আমাদের বেশি। শিশুমৃত্যুর হার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম।বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাত্র ১৪ বছরে কয়েক ধাপের পরিকল্পনায় এ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে।

এনবিএফআই এর চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) ডা. নাসির উদ্দিন, যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত মেলায় ৯টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলো ঋণ প্রদানের বিষয়ে সরাসরি গ্রাহকদের সাথে কথা বলেন এবং সুবিধাদী তুলে ধরেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *