যশোরে দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে মনিরামপুর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চেম্বার উদ্বোধন করা হয়।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তন্ময় কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মঞ্জুরুল মুর্জিদ, বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সার্জন ডাঃ নামজুস সাদিক রাসেল।

পাইলট প্রকল্প হিসেবে দেশে ১৮ টি স্বাস্থ্য কমপ্লেক্সে এক যোগে এদিন বৈকালিক চেম্বারের উদ্বোধন করা হয়। সপ্তাহে দুইদিন বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬ পর্যন্ত সরকার নির্ধারিত ফি অনুযায়ী চিকিৎসকরা সেবা প্রদান করবেন।
উল্লেখ্য,প্রাথমিকভাবে পাইলটিং আকারে জেলা পর্যায়ে ১০ টি এবং উপজেলা পর্যায়ে ২০টি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস চালু করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি সম্মতি জ্ঞাপন করেন।আর প্রাথমিকভাবে বাছাইকৃত ২০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে যশোর জেলায় রয়েছে মনিরামপুর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *