স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মশিয়াহাটী ডিগ্রী কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী জয় মন্ডল (১৮) মৃত্যু বরণ করেছে। মৃতের পিতার নাম তরুণ মন্ডল পেশায় টাইলস মিস্ত্রির সহকারী হিসাবে কাজ করে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরে বাড়ির পাশে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের বিলে (মাছের ঘেরে) গরুকে গোসল করানোর জন্য নিয়ে গিয়ে পাশে অবস্থিত বৈদ্যুতিক ঘুটির আরথিনের তারের সাথে গরুর দাড়ি বাঁধে।দূর্ভাগ্যক্রমে গরুটি সজোরে দড়ি টান দিলে আরথিনের তার ছিড়ে গরু ও জয়ের গায়ের উপর পড়লে ঘটনাস্থলে গরু ও জয়ের মৃত্যু হয়।
জয়ের পিতা তরুণ মন্ডলসহ পরিবারের লোকজন জয়কে উদ্ধার করলে হঠাৎ নড়ে উঠে বিধায় চিন্তা করেন বেঁচে আছে।আর তাই উদ্ধার করে নিকটবর্তী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান- এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
উল্লেখিত দূর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।