যশোরে বোনের ছেলের হাতে খালা খুনের রহস্য উদঘাটন

জাতীয়
স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোরে আশ্রম রোডের অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের স্ত্রী রওশনারা রোশনি (৫৩) গত ২৯ আগস্ট তারিখে নিজ বাড়িতে খুন হন।
উল্লেখিত হত্যাকাণ্ডের কারণ উৎঘাটন করেছে (পুলিশ ইনভেস্টিকেশন অফ ব্যুরো) পিবিআই এবং এঘটনায়  রিয়াজুল আলম চৌধুরী ওরফে হৃদয় (১৯) ও  বুরহান(২০)সহ চারজনকে আটক করা হয়েছে।
আটক রিয়াজুল ইসলাম হৃদয় নিহত রোশনির বোনের ছেলে এবং যশোর উপশহরে ডি-ব্লকের বাসিন্দা মাহমুদুর আলম চৌধুরীর ছেলে ও বুরহান ঘাতক হৃদয়ের বন্ধু এবং  একই এলাকার আব্দুল হাকিমের ছেলে । তথ্য গোপন রাখায় বুরহানের মা আসমা বেগম(৪০) ও হৃদয়ের আরেক বন্ধু নাহিদ(১৯) কেও আটক করা হয়েছে।
পিবিআই জানায়, হৃদয় মাঝে মধ্যে তার খালা নিহত রোশনীর বাড়ীতে যাওয়া আসা করতেন। হত্যার কয়েকদিন আগেও হৃদয় ও তার বন্ধু বুরহানকে সাথে নিয়ে রোশনীর বাড়িতে আসে ও হত্যার পরিকল্পনা করে। এক পর্যায় সেই পরিকল্পনা অনুযায়ী গত ২৯ আগষ্ট রোশনীর বাড়ীতে যায় এবং রোশনীর সাথে বিভিন্ন কথাবার্তা বলে। কথাবার্তার একপর্যায়ে তারা অতর্কিত ধারালো চাকু দিয়ে রোশনীর পেটে বুকে ও গলায় উপর্যুপরি আঘাত করে হত্যা নিশ্চিত করে মৃতদেহ ঘরে থাকা বঙ্খাটের কাঠের চালার নিচে লুকিয়ে রাখে। পরে রোশনীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও আলমারীতে থাকা স্বর্ণের ও ইমিটেশনের গহনা বের করে নিয়ে পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্নেহাশিস দাস, এসআই ডিএম নুর জামাল হোসেনের সমন্বয়ে  গঠিত একটি চৌকস  টিম ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় প্রথমে বুরহানকে তার মামা বাড়ি বাগেরহাট জেলার রামপাল থানার ঝনঝনিয়া থেকে আটক করেন। পরে একই দিন বিকাল সাড়ে ৫ টায় ঢাকার ভাষানটেক থানাধীন ক্যান্টনমেন্ট গ্যারিসন এলাকার রোড নং-১০, বাড়ী নং-৩২/৩, ফ্লাট নং-৫ বি, তার খালু ইঞ্জিনিয়র মোক্তার হোসেনের  ভাড়া বাড়ী থেকে রিয়াজুল আলম চৌধুরী ওরফে হৃদয়কে গ্রেফতার করেন এবং রোশনীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও আলমারীতে থাকা স্বর্ণের ও ইমিটেশনের গহনা উদ্ধার করেন।
আজ(১৪ সেপ্টেম্বর)  বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে তারা হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম জবানবন্দি গ্রহন শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *