স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
আজ (৭ অক্টোবর) শুক্রবার আনুমানিক রাত সাড়ে নয়টায় যশোর বেনাপোল মহা সড়কের নতুনহাট বাজারের অদুরে সবুজ ভাটার কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এদের দুজন যশোর সদর উপজেলার পার্শ্ববর্তী বাজেদূর্গাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে সালমান হোসেন (১৯) ও নাজির আলীর ছেলে আরমান (১৯) এবং অন্যজন এড়েন্দা গ্রামের সাইফুল ইসলাম খোকনের ছেলে আসিফ (১৯) । এরা তিনজনই বন্ধু এবং নতুনহাট পাবলিক কলেজের ছাত্র।
নিহত সালমানের চাচা রনি হোসেন জানান, ছুটির দিনে আমার ভাইপোরা বন্ধুদের সাথে ঘুরতে যায়। গতকাল তারা ২টি মোটরসাইকেলে ৪জন ঝিকরগাছার গদখালিসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। রাত ৯টার দিকে ফেরার পথে নতুনহাট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি তাদের মোটরসাইকেল টেনে হিচড়ে বেশ কিছুদূর নিয়ে যায়। ঘটনাস্থালে ৩ জনের মুত্য হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ৩ জন কলেজ ছাত্র নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
শেয়ার করুন