যশোরে সংরক্ষিত মহিলা সদস্য পদে যারা নির্বাচিত

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

যশোরে আজ সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতহীন,শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ইভিএমের মাধ্যমে ভোট দেন জনপ্রতিনিধি ভোটাররা।ভোট গ্রহণ শেষে দুপুরের পরপরই ফলাফল ঘোষণা করা হয়েছে।
সংরক্ষিত এক নম্বর ওয়ার্ড সদর-বাঘারপাড়া ও অভয়নগরে মহিলা সদস্য পদে রেহেনা খাতুন লাটিম প্রতীকে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছিমা সুলতানা (হরিণ) ৮১ ভোট পেয়েছেন।

সংরক্ষিত দুই নম্বর ওয়ার্ড মণিরামপুর ও কেশবপুরে মহিলা সদস্য পদে তাসরিন সুলতানা শোভা ফুটবল প্রতীকে ২৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুকসানা ইয়াসমীন পান্না (দোয়াত-কলম) ১০৭ ভোট পেয়েছেন।

সংরক্ষিত ৩নং ওয়ার্ড শার্শা-ঝিকরগাছা ও চৌগাছার মহিলা সদস্য পদে শ্যায়লা জেসমিন মাইক প্রতীক নিয়ে ৩৪০ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহানা আক্তার (ফুটবল) ১১০ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *