স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোরের অভয়নগর উপজেলার দামুখালী গ্রামে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে সুব্রত মন্ডল (৫০) নামে এক মৎস্যঘের ব্যবসায়ীকে হত্যা করেছে।
আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার দামুখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।সুব্রত মন্ডল উপজেলার দামুখালি গ্রামের অনাদি মণ্ডলের ছেলে ও পেশায় মৎস্যঘের ব্যবসায়ী ছিলেন।
অভয়নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী উপ-পরিদর্শক সুলতানা জানান- আজ সকাল সাড়ে আটটার দিকে সুব্রত মণ্ডল পায়রা ইউনিয়নের দামুখালী স্কুল মাঠের পাশের তেমাথা নামক স্থানে ব্রজেনের চায়ের দোকানের সামনে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা এতে তাকে এলোপাতাড়ি গুলি করে ফেলে রেখে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।
উল্লেখ্য সুব্রত মন্ডল অভয়নগর উপজেলার ভবদহ বাজার মৎস্য আড়ৎ সমিতির সদস্য ছিলেন। তার নামে অভয়নগর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি খুলনা জেলার ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শেয়ার করুন