রাজবাড়ীতে মধ্যরাতে শিক্ষার্থী গুলিবিদ্ধ, যন্ত্রণায় কাতরাচ্ছেন সিফাত

বাংলাদেশ

রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে মধ্যরাতে এক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ছোড়া গুলিতে সিফাত মণ্ডল (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিফাত মণ্ডল স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম মণ্ডলের ছেলে এবং রাজবাড়ী আরএসকে স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিনোদপুর কলেজপাড়া এলাকায় সিফাতদের বাড়ির গেটে একদল দুর্বৃত্ত এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিতে থাকে। শব্দ শুনে সিফাত ও তার বাবা ঘুম থেকে উঠে বাইরে বের হওয়া মাত্রই হামলাকারীরা গুলি ছোড়ে। একটি গুলি সিফাতের পেটে বিদ্ধ হলে সে রক্তান্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

সিফাতের চাচি রুনা বেগম বলেন, ‘গভীর রাতে কয়েকজন লোক গেটে এসে ইনসান, ইনসান বলে গালাগালি ও জানালায় আঘাত করছিল। হঠাৎ গুলির শব্দ শুনি এবং দেখি সিফাত গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে।’

আহত সিফাতকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ফরিদপুর স্থানান্তর করেন। রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে জানান, শিশুটি ‘হাইপোভোলিউমিক শকে’ ভুগছিল। গুলির আঘাতে তার খাদ্যনালী ছিদ্র হওয়া ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: সন্ধান মিলেছে রাস্তায় ফেলে যাওয়া সেই দুই শিশুর বাবার

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিনোদপুর এলাকার ইনছান ও শিমুল নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ছোড়া এলোমেলো গুলিতে শিশুটি আহত হয়।’

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *