রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে শাবিতে মশাল মিছিল

সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলাসহ দেশব্যাপী চালানো তাণ্ডবের প্রতিবাদে মশাল মিছিল হয়েছে। 

‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র উদ্যোগে সোমবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর শুরু হওয়া মিছিলটি সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘শহীদ রুদ্র চত্বরে’ গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তরা বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রীকে বিতাড়িত করেছি।কিন্তু অবৈধ রাষ্ট্রপতি এখনও বহাল। তিনি স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন। ষড়যন্ত্র করছেন।তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
বক্তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, মুজিববাদীকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক ফয়সাল হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হাসিম,  সিলেট কৃষি বশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম মর্তুজা প্রমুখ।
মিছিলে শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক দালাল চুপ্পুর পদত্যাগ’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’, ‘ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, নিষিদ্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *