রাষ্ট্রযন্ত্র দিয়ে আওয়ামীলীগ দেশে রাম রাজত্ব চালিয়েছিল : এম নাসের রহমান

মৌলভীবাজার

মৌলভীবাজার প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, আওয়ামীলীগ কখনোই জনগণের কল্যাণের রাজনীতি করেনি। জনগণের ভোটের প্রতি তাদের কোন তোয়াক্কা ছিল না। ভারতের সাহায্যে যেনতেনভাবে ক্ষমতায় আসে। তাদের ভোটার ছিলো প্রশাসন, পুলিশ আর ম্যাজিস্ট্রেট। এই তিনটা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামীলীগ দেশে সাড়ে পনেরো বছর রাম রাজত্ব চালিয়েছে। জনগণ তাদের কখনোই ভোট দেয়নি।

সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। নাসের রহমান বলেন, কোন ভাল মানুষ আওয়ামীলীগের রাজনীতি করার কথা নয়। কারো মনে যদি কুটিলতা, বদমায়সি, হটকারি, মানুষকে ঠকানি, এসব মন মানসিকতা থাকে তাহলে তা আওয়ামীলীগই করবে। এগুলোর চারটির একটি গুণও যদি না থাকে, তাহলে আওয়ামীলীগ করতে পারবে না। এই আওয়ামীলীগের নাম পরিবর্তন হয়ে এখন জনগণ দিয়েছে বাংলাদেশ বাটপার লীগ। তিনি বলেন, এই দেশে আওয়ামীলীগ আর ফেরার কোন সুযোগ নেই। এই দলটি ফ্যাসিস্ট। আওয়ামীলীগ মানেই দেশের মানুষের সম্পদ লুটেরা, চোর, বাটপার। তবে একটা শর্তে তাদের রাজনীতি করার সুযোগ দেয়া যেতে পারে। যদি তাদের দলটির নাম পরিবর্তন করে, বাংলাদেশ বাটপারলীগ রাখে। তাহলে রাজনীতি করার এই একমাত্র সুযোগ জনগণ দিতে পারে, এছাড়া আর কোন সুযোগ নেই।

চাঁদনীঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহেল বকসের সভাপতিত্বে ও সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, সাবেক সহ-সভাপতি আয়াছ আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *