রোজা রেখেই মুশফিকের সেঞ্চুরি, মাঠে সেজদা

খেলাধুলা

আজ রোজা রেখে খেলা চালিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম। ড্রিংকস বিরতিতে সাকিবকে পানি খেতে দেখা গেলেও মুশফিককে বোতল হাতে নিতে দেখা যায়নি। আগেও রোজা রেখে খেলেছেন মুশফিক।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে চলমান ঢাকা টেস্টে রোজা রেখেই মুশফিকের সেঞ্চুরি। এ সময় মাঠে সেজদা দেন মুশফিক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৬২ রান। বাংলাদেশের ৪৮ রানের লিড। মুশফিক ১০৫ ও লিটন ২৬ রানে অপরাজিত আছেন।

এদিকে অনেক মুসলিম ক্রিকেটারই পবিত্র রমজান মাসে রোজা রেখে খেলা চালিয়ে যান। রমজানের রোজা রাখার কারণে ফিটনেস এবং মাঠের খেলায় কোনো প্রভাব পড়ে না। তার বড় উদাহরণ যেন মুশফিকুর রহিম। এদিকে ধর্ম ও জীবনের অংশ হিসেবে রোজা রাখছেন মুশফিক।

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সকালে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে মুশফিক পূর্ণ করেন অর্ধশতক। হ্যারি টেক্টরকে বাউন্ডারি হাঁকিয়ে ৬৮ বলে ফিফটি পূর্ণ করেন মুশফিক। রোজা রেখে মুশফিকের মাঠে নামার নজির এটাই প্রথম নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোজা রেখে খেলেছিলেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। পুরো ইনিংসে আগ্রাসী ব্যাটিংয়ে ৪৫ বলে পেয়েছিলেন হাফ সেঞ্চুরি। ছিলেন সেঞ্চুরির পথেও। লাঞ্চ বিরতির পর সেভাবেই ছুটছিলেন, তবে কট বিহাইন্ড হয়ে সাকিব থেমে যায় ৮৭ রানে। তার বিদায়ে ভেঙে যায় ১৮৮ বল স্থায়ী ১৫৯ রানের জুটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *