এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ
মেলেনি কোন সহায়তা। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন এর বুল্লাবাজার সংলগ্ন ঋষি পল্লীর কামাল রবিদাস নিদারুন দুঃখ কষ্টে জীবন নির্বাহ করছে।স্থানীয় বুল্লাবাজারে সড়কের পাশে পুরাতন জুতো সেলাই করে যা আয় হয় তা দিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছে।এ পেশায় তাঁর দৈনিক আয় হয় ৩-৪ শত টাকা।কোন কোন আরও কম।এ স্বল্প আয়ে তাঁর ৪ সদস্যের নুন আনতে পান্তা ফুড়ানোর অবস্থা। এরই মধ্যে বিগত ভয়াবহ বন্যায় তার টিনের চালা ঘরটি ভেঙে যাওয়ায় পড়েছে বিপাকে।ছোট্ট এ মাথা গুজার ঠাঁই টুকু ভেঙে পড়ায় সে তার বৃদ্ধা মা,স্ত্রী ও ১ কন্যা সন্তান নিয়ে অবর্ননীয় কষ্ট ভোগ করতে হচ্ছে। বর্তমানে পৌষের হাড়কাঁপানো শীতে জুবুথুবু। কিন্তু আর্থিক ধন্য দশায় ভেঙে পড়া ঘরটি মেরামত করা সম্ভব হয়ে ওঠেনি। মৃত কানু রবিদাস এর পুত্র কামাল রবিদাস জানান আমি খুব সংকটে রয়েছি। ছোট বেলায় বাবা মারা যাওয়ায় আমাকেই সংসারের হাল ধরতে হয়েছে।যা আয় হয় তাতে কুলোয় না।বিধবা মা, স্ত্রী ও সন্তান নিয়ে কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। এরই মধ্যে বন্যায় আমার বসতঘরটি ভেঙে পড়ায় বিপাকে পড়েছি।ঘরখানা মেরামত করার কোন সংগতি আমার নেই। কোন প্রকার সাহায্য সহায়তা ও পাইনি।তাছাড়া এ ছোট্ট ঘরের জায়গাটুকু ব্যতীত কোন জমিজমাও নেই।
শেয়ার করুন