লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২২ সম্পন্ন

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ

লাখাইয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে । লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২২ শুক্রবার সকালে লাখাই এর একমাত্র বৃত্তি পরীক্ষা কেন্দ্র কালাউক উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ও এনজিও পরিচালিত বিদ্যালয়ের ৭৮৬ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় অংশ নেয় ৭৪৩ জন পরীক্ষার্থী।অনুপস্থিত ৪৩ জন।এর মধ্যে ১৫ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী অনুপস্থিত। পরীক্ষায় ৪ বিষয়ের সমন্বয়ে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা সকাল ১০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলে।পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মজনুর রহমান ।পরীক্ষায় কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন কালাউক উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, হলসুপার হিসাবে দায়িত্ব পালন করছেন বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক মোহাম্মদ মোতাহার হোসেন শামীম, সহকারী হলসুপার প্রধান শিক্ষক প্রানেশ গোস্বামী। এবারের বৃত্তি পরীক্ষায় প্রতিটি বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ২০ শতাংশ হারে ছাত্র -ছাত্রী এতে অংশ নেয়।উল্লেখ্য ২০০৮ সালের পর এবার প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পরীক্ষায় অংশ গ্রহণ কারী ছাত্র – ছাত্রী, অভিভাবক ও শিক্ষক দের সাথে আলাপকালে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *