লাফার্জ কর্তৃক ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রির প্রতিবাদে ছাতকে ২৩ অক্টোবর ব্যবসায়ী-জসতার নৌ-পথ অবরোধ

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রির প্রতিবাদে লাফার্জ হোলসিম’র বিরুদ্ধে ছাতকে ব্যবসায়ী-শ্রমিক ও সর্বস্তরের জনগন নৌ-পথ অবরোধের ডাক দিয়েছে। ২৩ অক্টোবর নৌ-পথ অবরোধ করে লাফার্জ হোলসিম’র অবৈধ কার্যক্রমের প্রতিবাদ জানাবে ব্যবসায়ী-শ্রমিক-জনতা। ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী এক বিবৃতিতে নৌ-পথ অবরোধের ঘোষনা দেন। এ ছাড়া ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রির প্রতিবাদে ১৩ অক্টোবর শহরের লাফার্জ ফেরী ঘাটে অনুষ্ঠিত ব্যবসায়ী-শ্রমিক-জনতার অবস্থান ধর্মঘটে ২৩ অক্টোবর নৌ-পথ অবরোধ করার ঘোষনা দিয়েছিলেন বক্তারা। ছাতক তথা বৃৃহত্তর সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের ব্যবসায়ী অধিকার প্রতিষ্ঠায় এবং লাফার্জ হোলসিমকে অবৈধ কার্যক্রম বন্ধে বাধ্য করতে প্রয়োজনে আরো কঠুর আন্দোলনে যাওয়ার কথা বলেন তিনি। ব্যবসায়ী-শ্রমিক ও সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ হয়ে বিদেশেী বেনিয়া লাফার্জ হোলসিম’র বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান তিনি।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *