সেলিম মাহবুব, ছাতক:
ছাতকস্থ লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানা কর্তৃক চুনাপাথর ক্রাশিং করে অবৈধভাবে খোলা বাজারে বিক্রির প্রতিবাদে দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে ছাতকের ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি’র সাথে বৈঠক করেছেন। মঙ্গলবার রাতে মন্ত্রী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি’র উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দ লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানা কর্তৃক চুনাপাথর ক্রাশিং করে অবৈধভাবে খোলা বাজারে বিক্রির ফলে ছাতক তথা বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী চুনাপাথর ব্যবসা ধ্বংসের দ্বারপ্রান্তে আসার বিষয়টি তুলে ধরেন। এর আগেও এ সংক্রান্ত বিষয়ে একাধিকবার মন্ত্রীর সাথে সাক্ষাত করে লাফার্জ হোলসিম কর্তৃক ক্রাশিং চুনাপাথর অবৈধভাবে খোলা বাজারে বিক্রি বন্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছিলেন ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবারের বৈঠক অনেকটাই ফলপ্রসূ হয়েছে বলে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, সুনামগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক, ছাতক লাইমষ্টোন সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী জানান মাননীয় মন্ত্রী মহোদয় এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। এসময় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি ছাড়াও মুহিবুর রহমান মানিক এমপি, ইঞ্জিনিয়র মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জয়া সেন গুপ্তা এমপি, পীর ফজলুর রহমান এমপি, শামিমা শাহরিয়ার এমপি (সংরক্ষিত আসন), সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী সহ ব্যবসায়ী- শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন