শততম টেস্টে সেঞ্চুরির ঐতিহাসিক কীর্তি মুশফিকে

খেলাধুলা

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। ঐতিহাসিক ওই মুহূর্তে সেঞ্চুরির ঐতিহাসিক কীর্তি গড়েছেন ডানহাতি ব্যাটার। তার আগে ১০০তম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন ১০ কিংবদন্তি ব্যাটার। মুশফিকের সেঞ্চুরিতে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে তিনশ’ রান দলের।

বাংলাদেশ ৯৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০১ রানে ব্যাট করছে। মুশফিক ১০০ রানে খেলছেন। তার সঙ্গী লিটন দাস ৫৪ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় দিন স্ট্রাইক প্রান্তে শুরু করেন মুশফিক। সেঞ্চুরির জন্য তার ১ রান দরকার থাকলেও তাড়াহুড়ো ছিল না অভিজ্ঞ এই ব্যাটারের। প্রথম ওভার তাই মেডেন দেন তিনি। দিনের দ্বিতীয় ওভারে সেঞ্চুরি তুলে নিযে উদযাপনে মাতেন ২০০৫ সালে ইংল্যান্ডে টেস্ট অভিষেক হওয়া ৩৮ বছর বয়সী মুশফিক।

প্রথম দিন ৯৯ রানে অপরাজিত: প্রথম দিনের ৯০ ওভার শেষে ৯৯ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। আরও একটা ওভার খেলানো যায় কিনা আলাপ করতে এগিয়ে এসেছিলেন আম্পায়ার। শেষ পর্যন্ত স্টাম্পের বেল ফেলে দেন। এক রানের অপেক্ষায় একটা রান পার করতে হয় মুশফিকের।

মুমিনুল-মুশফিকের জুটি: ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫২ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় যথাক্রমে ৩৫ ও ৩৪ রান করে সাজঘরে ফিরে যান। পরেই নাজমুল শান্ত ফিরলে ৯৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মুমিনুল হক ও মুশফিকুর রহিম ১০৭ রানের জুটি গড়েন। মুমিনুল ৬৩ রান যোগ করে আউট হয়ে যান।

মুশফিক-লিটনে কর্তৃত্ব: প্রথম দিনের প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট হাতে কর্তৃত্বই করছে। শেষ বেলায় সেঞ্চুরির পথে থাকা মুশফিকের সঙ্গে নির্ভার দিন কাটান লিটন দাস। আইরিশদের কোন সুযোগ না দিয়ে তিনি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। দু’জন ৯০ রান যোগ করে দিন শেষ করে।

অ্যান্ডি ম্যাকব্রিনির লড়াই: প্রথম দিন আয়ারল্যান্ড হাতের হাতে থাকা সকল বোলিং অস্ত্রই ব্যবহার করেছে। ছয় বোলার দিয়ে ৯০ ওভার বোলিং করালেও চার ব্রেক থ্রুই দিয়েছেন দলটির স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *