ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে শনিবার (২৮ জানুয়ারী) দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কবি-সাহিত্যিক ও অসংখ্য সংগঠনের প্রণেতা সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদকে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হচ্ছে গণসংবর্ধনা।
কবি সাইদুর রহমান সাঈদ গণসংবর্ধনা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান, কবি সাইদুর রহমান সাঈদের লেখা গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে বিশ্বনাথ’ ও তাঁকে নিয়ে প্রকাশিত একটি স্মারক গ্রন্থ্যের মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডীন, লেখক ও গবেষক অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ এবং সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ও ভাস্কর সম্পাদক পুলিন রায়। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন কবি সাইদুর রহমান সাঈদ গণসংবর্ধনা উদযাপন পরিষদের আহবায়ক কবি-শিক্ষক আবদুল মুমিন মামুন ও সদস্য সচিব সংগঠক কবির আহমদ।