শরণখোলায় সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য আহত

জাতীয়

শেখ রাসেল,
বাগেরহাট জেলা প্রতিনিধি,,

বাগরহাটের শরণখোলায় ধানসাগর ইউনিয়ন পরিষদর সদস্য মোঃ ডালিম হোসাইন মাঝি সন্ত্রাসী হামলায় আহত হয়েছে। তাকে শরণখোলা হাসপাতালে ভর্তী করে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ছুটুখার বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

ইউপি সদস্য ডালিম মাঝি জানান, তিনি রাতে একা বাড়ি ফিরছিলেন। এমন সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৭/৮ জন ব্যাক্তি আকর্ষিকভাব তার উপর হামলা চালায়। এসময় তিনি দৌড়ে পালিয়ে বাসার কাছে এসে অজ্ঞান হয়ে পড়েন। এ অবস্থায় এলাকাবাসী রাতেই তাকে উপজেলা স্বাস্য কমপ্লক্সে নিয়ে ভর্তী করে। ডালিম জানান, তার উপর হামলাকারীদের মধ্য থেকে তিনজনকে চিনতে পারছেন তিনি । এরা হচ্ছে, ওই এলাকার ইয়াকুব মুন্সির ছেলে মুসুদ, আনোয়ার মুন্সির ছেলে আলম মুন্সি, ছত্তার হাওলাদারের ছেলে তাওহিদ হাওলাদার।
শরণখোল থানার ওসি মোঃ ইকরাম হোসেন জানান, স্বাস্য কমপ্লক্স গিয়ে ইউপি সদস্য ডালিম মাঝির সাথে কথা বলছি। এখন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *