শাল্লা (সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
এবারের বন্যার শুরু থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে উপজেলার ৪টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে তিনি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
শাল্লা থানার অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে প্রতিদিন তিনি উপজেলার গ্রাম থেকে গ্রামের খবরাখবর নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
শুধু তাই নয় পুলিশের এমন নিরলস ভুমিকা ও সহযোগিতা বন্যা প্লাবিত শাল্লা উপজেলা বাসীর মনে চির অমলিন এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে।
পুলিশের এমন মহান ভুমিকায় যদি ক্ষতিগ্রস্ত মানুষেরমুখে একটু হাসি ফোটাতে পারে এটাই হবে পুলিশের প্ররিশ্রমের স্বার্থকথা এমনটি আশাবাদ ব্যক্ত করেন শাল্লা থানা পুলিশ।
এই মানবতার ফেরিওয়ালার কার্যক্রমে উপজেলা বাসী খুবই খুশি।
৩০ জুন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন আমি বন্যা আসার পর থেকে আমার অফিসার ও সদস্যদের নিয়ে থানা থেকে রান্না করে খিচুড়ি, শুকনা খাবার, শিশুদের জন্য দুধ ও জামাকাপড় বিতরন করেছি।
এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
শেয়ার করুন