গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আলোকিত মানুষ গড়তে মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষকের বিকল্প নেই। গতানুগতিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে যুগোপযোগী মানসম্পন্ন শিক্ষা প্রদান সম্ভব নয়। তাই প্রয়োজন রয়েছে প্রতিনিয়ত শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাকরণ ও সমন্বিত শিক্ষা পদ্ধতি অনুসরণ করা। একজন শিক্ষার্থীকে যদি সাধারণ শিক্ষার পাশাপাশি ইংরেজি, আরবি স্পিকিং কুরআনী শিক্ষা ও আইসিটি এবং সংগীত বিষয়ে প্রশিক্ষণ দিয়ে পারদর্শী করা যায় তাহলে সে শিক্ষার্থী যে কোন প্রতিযোগিতায় তার প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
তিনি বুধবার গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অষ্টম প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জামেয়া পরিচালনা কমিটির চেয়ারম্যান রশীদ আহমদের সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল আব্দুল আজাদ ও সহকারী শিক্ষক বেলাল আহমদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার প্রিন্সিপাল মোঃ জামিল আহমদ। জামেয়া শিক্ষার্থী মাশরাফি মাহমুদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক ডক্টর শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম চৌধুরী টিপু, জামেয়া পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম, সমাজসেবী কামরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী তাহসান আহমদ, এসএসসি পরীক্ষার্থী সামিয়া জাহান, দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আফরিন, কবিতা আবৃত্তি করে রাহি আহমদ, সংগীত পরিবেশন করে মাহদী রব্বানী। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অষ্টম প্রতিভা মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও ক্রেষ্ট বিতরণ করেন। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আলোচনা সভার পূর্বে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জামেয়া থেকে শুরু হয় ঢাকা দক্ষিণ বাজার ঘুরে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি
শেয়ার করুন