বানিয়াচং ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
১৬-০৭-২০২২ইং
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় খাস জমি দখল-বেদখলকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪০ জনকে আসামী করে পুলিশ এসল্ড মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার শিবপাশা পুলিশ ফাড়ির এস আই ফুয়াদ আহমেদ বাদী হয়ে দু’ পক্ষের ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০০ থেকে ৮০০ মানুষকে আসামী করে মামলা দায়ের করেন। এর আগে গত ১২ জুলাই স্থানীয় শিবপাশা বাজারের সংলগ্ন কিছু খাস জমির দখল-বেদখল নিয়ে শিবপাশা এবং যশকেশরী গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের ২৫/৩০ জন লোক আহত হয়। খবর পেয়ে শিবপাশা পুলিশ ফাড়ির ও আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪ রাউন্ড ফাকা টিয়ার গ্যাস ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। এ সময় আসামীদের ছুড়া ইটপাটকেল পুলিশের উপর পড়ে পুলিশ সদস্যরা আহত হয়। এ ঘটনায় গত ১৪ জুলাই রাতে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ শিবপাশা এবং যশকেশরী গ্রামে অভিযান চালিয়ে মোঃ নাজিম উদ্দিন (৪২), হেলাল খা (৩৫), মোঃ সাবেল মিয়া (৩০), জাহিদ মিয়া (৪২), এমরুল মিয়া (২৫), দুলাল মিয়া (৩৫)কে গ্রেফতার করে।
শেয়ার করুন