শীতে কাঁপছে নয়াদিল্লি : তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে

বিশ্ব

প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শুক্রবার (১২ জানুয়ারি) দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রাজধানী দিল্লিতে।

এর আগের দিন বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশার দাপট ছিল নয়াদিল্লিতে। এদিন সকালে দিল্লিতে দৃশ্যমানতা ছিল শূন্য।

রেল সূত্রে খবর, কুয়াশার কারণে ২৩টি দিল্লিগামী ট্রেন ৬ ঘণ্টা দেরিতে চলছে। বিমানবন্দর চত্বরেও দৃশ্যমানতা ছিল শূন্য। কয়েক ঘণ্টা পরেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।

এই পরিস্থিতিতে ৪ ঘণ্টা দেরিতে বিমান ওঠানামা করছে। ভারতের মৌসম ভবন জানাচ্ছে, ১৬ জানুয়ারি পর্যন্ত ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, জম্মুতে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও তাপমাত্রা নামতে শুরু করেছে। উত্তর হাওয়ার জেরে শুক্রবার কলকাতার তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমেছে। দমদম নেমেছে ১৩ ডিগ্রিতে। অন্যদিকে পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়া ও শ্রীনিকেতনের তাপমাত্রা যথাক্রমে ৮.৬, ৮.১ ও ৯ ডিগ্রি সেলসিয়াস।

অনেক জায়গাতেই তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। বাঁকুড়ায় স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে, বর্ধমানে এক ডিগ্রি নিচে, পুরুলিয়ায় চার ডিগ্রি নিচে শ্রীনিকেতন ও সুন্দরবনে যথাক্রমে এক ও ২ ডিগ্রি নিচে। পশ্চিমবঙ্গের উত্তর জেলাগুলোর মধ্যে কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের ৬ ডিগ্রি ওপরে।

পশ্চিমবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তার মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় কুয়াশা একটু বেশি থাকতে পারে। আগামী দু’দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরেই দু’দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না পূর্বাভাসে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *