শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন-যাপন করছে-এড. আতিকুর রহমান

সিলেট

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেন- সমাজের কিছু লোক অসহায় শ্রমিকদের ঘাম ও রক্তের বিনিময়ে একদিকে কালো টাকার পাহাড় গড়ে তুলছে, অপরদিকে কোটি কোটি শ্রমজীবী মানুষ ক্ষুধার জ্বালায় রোগে-শোকে আহাজারী করে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন-যাপন করছে। সাম্রাজ্যবাদী, ধর্ম নিরপেক্ষতাবাদী ও সমাজবাদী শক্তি শ্রমিকদের ভাগ্য পরিবর্তন ও শ্রমিক রাজ কায়েমের মিথ্যা শ্লোগান দিয়ে অর্থনৈতিক মুক্তির নামে অসহায় মেহনতী মানুষকে গোলামীর জিঞ্জিরে বন্দি করে রেখেছে। শ্রমিকদের লাশের উপর পা রেখে তাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। খেটে খাওয়া অসহায় এ শ্রমিক শ্রেণীর আহাজারীতে আজ আল্লাহর আরশ কেঁপে উঠছে। শ্রমজীবী মানুষ আজ এ করুণ অবস্থা থেকে মুক্তি পেতে চায়। এজন্য প্রয়োজন ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন। শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণে কাজ করে যাচ্ছে।

গতকাল ১৩ই জুলাই বুধবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বিয়ানী বাজার উপজেলা শাখার উদ্যেগে কয়েকটি জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মধ্যে ৭টি টিউবওয়েল, ৭বান টিন, ২১টি পাকা পিলার এবং ১০নং মুড়িয়া ইউনিয়নের পুর্ব মুড়িয়ায় আভঙ্গী,পাথারীপাড়া, ইনামপুরের ৩৫ হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ১টি টিউবওয়েল ও মন্দিরের জন্য ১বান টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব এডভোকেট আতিকুর রহমান উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামিল আহমদের পরিচালনায় বিতরন কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচারক মাওলানা সোহেল আহমদ, সিলেট জেলা দক্ষিণ সভাপতি ফখরুল ইসলাম খান, শ্রমিক কল্যাণের উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা ফয়জুল ইসলাম, পৌরসভা প্রধান উপদেষ্টা মাওলানা মস্তফা উদ্দিন, শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক হাফিজ আতিকুল ইসলাম, শ্রমিক কল্যাণের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক এবং ১০নং মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা উপদেষ্টা মাওলানা আবুল কাশেম চৌধুরী, শ্রমিক কল্যাণের পৌরসভা সভাপতি আশিকু রহমান হেলাল, ঢাকা মহানগরীর পূর্বের ছাত্র উপদেষ্টা আরিফুর রহমান, বিয়ানী বাজার ডেপলাপমেন্ট সোসাইটি ইউকের সেক্রেটারি মোঃ নুরুজ্জামান, পৌরসভা সহসভাপতি তানভীর এলাহি মজুমদার উজ্জ্বল, পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মুনিবুর রহমান পাভেল, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, পরিবহন শ্রমিক নেতা আব্দুল মান্নান, আব্দুল আহাদ বাঁধন, শিব্বির আহমদ সাকেল, আব্দুল মালিক ছাত্র উপদেষ্টা আদিলুর রহমান, আহবাব হোসেন মুরাদ, রুহুল আমীনসহ নেতৃবৃন্দ প্রমুখ৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *