
দুর্নীতি নির্মূল করতে সংসদে লাঠি নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ। তবে এই লাঠি কাউকে মারার জন্য নয়, বরং ‘দুর্নীতি প্রতিরোধের প্রতীক’ হিসেবে ব্যবহার করবেন বলে জানান তিনি। রোববার রাতে কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায় এক নির্বাচনী পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এ কথা বলেন।
মাওলানা খালেদ সাইফুল্লাহ দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এবং কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। পথসভায় হাতপাখা প্রতীকের এই প্রার্থীর বক্তব্য স্থানীয় ভোটারদের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।
পথসভায় খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমি বই পড়ে রাজনীতি করি না, বাস্তব অভিজ্ঞতা থেকে করি। আমি দুবার ইউপি চেয়ারম্যান এবং একবার উপজেলা চেয়ারম্যান ছিলাম। ইউনিয়ন পরিষদে দুর্নীতি বন্ধের চেষ্টা করে দেখেছি এর মূল আস্তানা উপজেলা পরিষদে। আবার উপজেলা পরিষদে গিয়ে বুঝেছি, দুর্নীতির মূলোৎপাটন করতে হলে আসলে সংসদে যাওয়া প্রয়োজন।’
দেশের টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির চিত্র তুলে ধরে খালেদ সাইফুল্লাহ বলেন, যে দল ক্ষমতায় থাকে, তারা ছাড়া কেউ টেন্ডার পায় না। এক কোটি টাকার কাজে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বিগত সরকারের রাষ্ট্রপতির বরাতে তিনি বলেন, ওপর থেকে ১০০ টাকা পাঠালে গ্রামে পৌঁছায় মাত্র ১০ টাকা, বাকি ৯০ টাকাই লুটপাট হয়।নিজের হাতের লাঠিটি দেখিয়ে এই প্রবীণ রাজনীতিক বলেন, ‘আমি বৃদ্ধ মানুষ, হাঁটার জন্য এই লাঠি ব্যবহার করি। উপজেলা পরিষদেও আমি এটি সঙ্গে রাখতাম। এবারও সিদ্ধান্ত নিয়েছি দুর্নীতির ভূত তাড়াতে এই লাঠি নিয়েই সংসদে যাব।’ তিনি আরও যোগ করেন, এই নির্বাচনকে ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ‘জিহাদ’ ও ‘ইবাদত’ হিসেবে গ্রহণ করেছেন।
শেয়ার করুন
