সড়ক দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের পাশে জেলা বাসদ ও সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট নেতৃবৃন্দ

সিলেট

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহত  নির্মাণ শ্রমিকদের দেখতে বুধবার (৭ জুন) দুপুর ১২টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট জেলা বাসদ ও সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট নেতৃবৃন্দ।  বাসদ নেতৃবৃন্দের মধ্যে এসমড উপস্থিত ছিলেন জেলা আহ্বাডক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট এর সভাপতি সবুজ আহমদ ও সাধারণ সম্পাদক মামুন বেপারি, সংগ্রাম পরিষদের শাহিন আলম প্রমূখ।

এসময় বাসদ নেতৃবৃন্দ, সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। নেতৃবৃন্দ আহত শ্রমিক ও হতাহত শ্রমিকদের স্বজনদের সাথে কথা বলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, নির্মাণ শ্রমিকদের কর্মস্হল ও কর্মস্হলে শ্রমিক প্রেরণের সময় যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব মালিকদের। কিন্তু দুঃখজনক হলেও সত্য নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে যেমন নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করা হয় না, একইভাবে কর্মস্থলে শ্রমিকদের মালবাহী গাড়িতে প্রেরণ করা হয়। ফলে প্রতিনিয়ত শ্রমিকরা দুর্ঘটনার শিকার হয়ে থাকেন।

নেতৃবৃন্দ নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের সমান, আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *