কানাইঘাট উপজেলার ৪ নং সাতবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী মখই আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর ২০২২) বিকাল ৫ ঘটিকায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হাজী মখদ্দুছ আলী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত সৈনিক। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করুন