সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

জাতীয়

সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের স্ত্রীদেরও ব্যাংক হিসাব ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ব্যাংকগুলোকে একটি চিঠি দিয়েছে বিএফআইইউ।

গত বছরের সেপ্টেম্বরে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ওবায়দুল হাসান। ১০ আগস্ট তিনি পদত্যাগ করেন।

অন্যদিকে আমিন উদ্দিন ২০২০ সালের অক্টোবরে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। শেখ হাসিনা সরকার পতনের দুদিন পর তিনি পদত্যাগ করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইআইইউ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *