শপিংমলে ছুরিকাঘাতের দুইদিন না যেতেই আবারও অস্ট্রেলিয়ার সিডনিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটল। এবার একটি গির্জার ভেতরে বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবারের এই ঘটনায় আহত হয়েছেন গির্জার বিশপও।
সংবাদমাধ্যম সিএনএন বলছে, সিডনির ওয়েকলিতে স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে আহতদের সবাই শঙ্কামুক্ত বলে জানা গেছে। কী কারণে এই হামলা হয়েছে তা জানা যায়নি।
এ ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তিনিই হামলাকারী কিনা তা জানানো হয়নি। হামলায় ছুরি ব্যবহার করা হয়েছে কিনা, তাও নিশ্চিত নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সিডনির ক্রাইস্ট দ্য গুড শেফার্ড চার্চে এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কালো কাপড় পরা ব্যক্তি বিশপের দিকে যাচ্ছেন। পরে তিনি হামলা করেন।
এর আগে সিডনির স্থানীয় সময় শনিবার বিকেলে ওয়েস্টফিল্ড বন্ডি জংশন মল কমপ্লেক্সে ছুরিকাঘাতের ঘটনায় ৭ জন মারা যায়। এর মধ্যে হামলাকারীও রয়েছেন। জায়গাটি পর্যটকদের বেশ পছন্দের।
শপিংমলে প্রবেশ করে সামনে যাকে পেয়েছেন তাঁকেই ছুরিকাঘাত করেছেন ওই ব্যক্তি। ওই সময় সেখানে ক্রেতার ভিড় ছিল।
শেয়ার করুন