সিলেট এয়ারপোর্ট থানা পরিদর্শনকালে তার জন্য বিছানো লাল গালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় তিনি দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি বলে গণমাধ্যমকে জানান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
থানা পরিদর্শনের সময় লাল গালিচা বিছানো দেখে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি বারবার বলেছি, এই প্রটোকল করতে করতে সময় শেষ, মেইন কাজ করতে পারি না। ১০০ বার একটা কথা বললে তোমরা শুনো না। কেন রাখছো, উঠাও উঠাও। না করি, তোমরা শুনো না।’সাংবাদিকদের সাথে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ‘ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে তাদেরকে ছাড় দেয়া হচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে।’
‘এ ক্ষেত্রে তারা কার আত্মীয়, কার স্বজন- এসব কোনোকিছুই বিবেচনা করা হচ্ছে না। যে অন্যায় করেছে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে,’ বলেন তিনি।
সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।’ এসব ঘটনার ক্ষেত্রে সংবাদকর্মীদের সত্যি ঘটনা তুলে ধরারও আহ্বান জানান তিনি।
পুলিশের নানা সংকট রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কারণ অনেক গাড়ি নষ্ট হয়েছে, থানা ফাঁড়ি পুড়ে গেছে। একটাও নতুন গাড়ি এখন পর্যন্ত কেনা সম্ভব হয়নি। তবে সবকিছুই আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা।
এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন উপদেষ্টা। পরে সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন তিনি। এ সময়ই তাকে অভ্যর্থনা জানাতে থানায় লাল গালিচা বিছানো দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
পরে সিলেট থেকে তিনি সুনামগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। সুনামগঞ্জে নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।
শেয়ার করুন