সিলেট চৌহাট্টা পয়েন্ট থেকে ছিনতাই, ছিনতাইকারী অজ্ঞাত ব্যাক্তি: থানায় জিডি

সিলেট

রাসেল আহমদ::

সিলেট নগরীর চৌহাট্ট পয়েন্টে ছিনতাইয়ের ঘটনার শিকার হয়েছেন জুনাইদ আহমেদ তালহা নামে এক যুবক।তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার পশ্চিম চন্ডিপুর গ্রামের শহীদুর রহমানের ছেলে,বর্তমানে তিনি সিলেট সদরের আখালিয়া লেক সিটিতে বসবাস করেন।এ বিষয়ে তিনি সিলেট নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন, (যার জিডি নং-১৪৪৯,তারিখ-13-02-2023)

জিডিসুত্রে জানা যায়,গত ১২ফেব্রুয়ারী,২০২৩ইং (রবিবার) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় চৌহাট্টা পয়েন্ট মানরু শপিং মহল থেকে জুনাইদ আহমেদ তালহার ফোনটি ছিনতাই হয়ে যায়।ঐ ছিনতাইকারী তাকে তার আত্মীয়ের পরিচয় দিয়ে চৌহাট্টা পয়েন্ট থেকে মানরু শপিং মহলে নিয়ে যায়। এরপর ছিনতাইকারীর সঙ্গীরা তার সাথে থাকা বন্ধুকে মানরু শপিং মহল থেকে অন্য স্থানে নিয়ে যায়। তারপর ছিনতাইকারীরা তাকে ভয়ভীতি দেখিয়ে বলে যে, তার হাতে থাকা ফোনটি তাদেরকে না দিলে তার বন্ধুকে ঘুম করবে এবং তাকেও প্রাণনাশে হত্যার হুমকি ধামকি প্রদর্শন করে। সে তার বন্ধুর কথা ভাবনা চিন্তা করে ও তার জানমালের নিরাপত্তার জন্য ফোনটি তাদের দিয়ে দেয়।তার ফোনের নাম- REDMI NOTE-10Pro MAX, IMEII:864017057744368 এবং তার ফোনে ব্যবহৃত মোবাইল নং- ০১৩-১০৮৯০৭৬৭ ও ০১৩০৯০৭৬৩৮৯ ছিলো।

এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী জুনাইদ আহমেদ তালহা প্রতিবেদকে জানান,আমাকে চৌহাট্টা পয়েন্ট থেকে ছিনতাইকারীরা হুমকি ধামকি দিয়ে ফোন কেড়ে নিয়েছে তার যথেষ্ট প্রমান আমার কাছে রয়েছে।ঐ জায়গার আশপাশের একটি দোকানের সিসি টিভি ফুটেজে পুরো ভিডিও ফুটেজ রয়েছে। প্রধান ছিনতাইকারী যে ব্যাক্তি তার ছবি পরিষ্কার দেখা যাচ্ছে। আমি সেই অজ্ঞাত ব্যাক্তিকে খুজে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং আমার ফোনটি উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *