দক্ষ নেতৃত্ব ও মানসম্মত জনশক্তি তৈরির লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) দিনব্যাপী জেলার আমিন মিয়া কনভেনশন হলে ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব অঞ্চলের আয়োজনে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদের সভাপতিত্বে ও জেলা পূর্ব শাখার সেক্রেটারি আবু আইয়ুব মন্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক এড.মুজাহিদুল ইসলাম।এছাড়াও জেলা-মহানগরের নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা বলেন, বৈষম্যবিরোধী দূর করতে হলে ইমানের সাথে নিজেকে চলতে হবে। নিজেরকে প্রস্তুত করতে হবে আল্লাহ নামে। বৈষম্যবিরোধী ফিরিয়ে এনে বিজয় করতে আমাদের আরো অনেক কাজ করতে হবে। সমাবেশে বক্তারা সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
শেয়ার করুন