সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ ‘আটক’

সিলেট

সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয়ে আটক করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়ি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও থেকে তাকে আটক করা হয় বলে দলীয় নেতাকর্মীসহ সিলেটের বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

তবে র‍্যাব-৯ সূত্র এমন কোনো তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেনি। এ বিষয়ে জানতে বুধবার সকালে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলমের অফিসিয়াল মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায়ও কোনো তথ্য নেই বলে সিলেটভিউ-কে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *