সিলেট টুকেরবাজার ইউ/পিতে নৌকার প্রার্থী হতে চান এহিয়া আহমদ সুমন

সিলেট

আসন্ন সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী  লীগের প্রার্থী হতে চান সিলেট মহানগর যুবলীগ নেতা  এহিয়া আহমদ সুমন। আজ মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাস এর ম্যাধমে  তিনি এ আগ্রহের কথা প্রকাশ করেন।

এহিয়া আহমদ সুমন শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব, রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনের সহকর্মীবৃন্দ, আত্মীয় স্বজনসহ সবাইকে অভিবাদন জানিয়ে বলেন একজন রাজনৈতিক কর্মীর আজন্ম লালিত স্বপ্ন থাকে জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে কাজ করা।

তিনি বলেন আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো জনপ্রতিনিধি হয়ে মানবতার কল্যাণে এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করবো।সেই লক্ষ্য নিয়ে দীর্ঘ সময় ধরে টুকেরবাজার ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে এলাকার উন্নয়নের জন্য কাজ করার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আমার এলাকাবাসী, অনেক রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী এবং রাজনৈতিকনেতৃবৃন্দ ফোন করে টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এলাকার মুরব্বি সকলশুভাকাঙ্ক্ষীদের উৎসাহে আমি এহিয়া আহমদ সুমন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করার আশা ব্যক্ত করেছি। আশা করি আপনারা অতীতের ন্যায় সামনে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

তিনি সকলের সুস্বাস্হ্য সর্বাঙ্গীণমঙ্গল কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *