সিলেট পলিটেকনিকে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট

নাহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক:

শিক্ষকদের বেতন বন্ধের কারণে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২২শে সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় সিলেট পলিটেকনিক ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি ৪৯ টি পলিটেকনিক/মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের ৫০ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান এবং চাকুরী রাজস্বখাতে স্থানান্তর প্রক্রিয়া করণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে শান্তিপুর্ণ মানববন্ধন ও অবস্থা কর্মসূচি পালন করেন।
পরে ক্যাম্পাস থেকে মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর সালাউদ্দিন বলেন দীর্ঘ ৫০ মাস আমাদের বেতন ভাতা বন্ধ করে রাখা হয়েছে। তারপরও পাঠদান চালিয়ে যাচ্ছি। আজ রবিবার ২২শে সেপ্টেম্বর দুপুর ১টার দিকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবি আদায় না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচির ডাক দিবো। এছাড়াও তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের মানববন্ধনে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী সালেহীন বলেন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা সফল হয়েছি। আমাদের শিক্ষকরা প্রতিনিয়ত পাঠদান করে গেলেও তারা বৈষম্যের শিকার হয়েছেন। তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। দ্রুত শিক্ষকদের বেতন ভাতা ও দাবি আদায় না হলে আমরা সকল শিক্ষার্থী তাদের সাথে ঐক্য হয়ে আন্দোলন গড়ে তুলবো।

এছাড়াও ৪র্থ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী সৌরভ, কম্পিউটার বিভাগের তামিম, ইলেকট্রনিকস বিভাগের জুবায়ের সহ পলিটেকনিকের সকল পর্বের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থী শিক্ষকদের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *