সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেট

 

ভাষা শহীদ ও ভাষা সৈনিকগণ
আমাদের জাতিস¦ত্তার প্রেরণার উৎস
—-মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন- মাতৃভাষা আল্লাহ প্রদত্ত একটি নিদর্শন। এই নিদর্শন কেড়ে নেয়ার সাধ্য কারো নেই। ১৯৫২ সালের এই দিনে দেশ মাতৃকার গর্বিত সন্তানেরা মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্বের বুকে অনন্য নজির স্থাপন করেছেন। ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস একমাত্র আমাদেরই রয়েছে। ভাষা শহীদ এবং ভাষা সৈনিকগণ আমাদের জাতিস্বত্তার প্রেরণার উৎস।

তিনি বলেন, ভাষা বিজয়ের ৭২ বছর পর রাজনৈতিক মতপার্থক্যের কারণে ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা জাতির জন্য দুঃখজনক। ভাষা বিজয়ের এত বছর পরও শুধুমাত্র অবৈধ ক্ষমতা লোভ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের বাক স্বাধীনতা আজ স্তব্দ। সত্য বলা এখন অপরাধ। ফ্যাসীবাদি শাসনের যাতাকলে স্বাধীনতার সুফল থেকে জাতি আজ বঞ্চিত। সার্বভৌমত্ব আজ হুমকীর মুখে। এ থেকে জাতিকে রক্ষা করতে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি মঙ্গলবার মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুহাম্মদ আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম ও মোঃ মুহিব আলী প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *