আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি।
রোববার (৭ মে) সিলেট নির্বাচন অফিসে তাঁর পক্ষে মনোননয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলনের সিসিক নির্বাচন পরিচালনা কমিটির যোগাযোগ সমন্নয়কারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের দফতর সম্পাদক জাবেদ আহমদ, শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মুহাম্মদ নূরে আলম, আনোয়ার হোসেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি মেয়র প্রার্থী ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ সময় আগামী ২৩ মে।
শেয়ার করুন