নাহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক:
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা ২০২৪ সালের A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ৮ই মার্চ সিলেট নগরীর অভিজাত হোটেলে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি মো: রফিকুল হকের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা মোঃ আবুল খায়ের এর সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এড. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম,
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেটের সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ, পাড়ুয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্শেদ আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জহির উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, এড. মকদ্দস আলী, এড. আব্দুল্লাহ আল হেলাল, এড. সমাজসেবক ফয়জুল হক, শাহ জাহান সানু, বশির উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে ইসলামিক আলোচনা করেন মাওলানা সালেহ আহমদ ও মাওলানা এহসান উদ্দিন।