সিলেটে আলোচিত রাজন দল থেকে বহিস্কার

সিলেট

সিলেটের কোর্ট প্রাঙ্গনে প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডেভিল জাকারিয়ার পক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদলের সিলেট জেলার যুগ্ম আহবায়ক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আলোচিত মো. আলী আকবর রাজন সাফাই গাওয়া এবং তাদের প্রকাশ্য সহযোগীতা করায় অপরাধে অনির্দিষ্ট কালের জন্য দল থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে রাজনকে এই অভিযোগে ( ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ) শোকজ করা হয়। ৩ দিন পার হয়ে আজ ৬দিন আলোচিত রাজন কোনো ধরনের জবাব না দেয়ায় এবং দলের সংগঠন বিরোধী অবস্থান নেয়ায় দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলাম। তিনি বলেন, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বহিস্কারের আদেশ পাঠানো হয়েছে।

ডেভিল জাকারিয়ার জামিন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে নিউজ মিরর। আলোচিত মো. আলী আকবর রাজনের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং জায়গায় চাঁদাবাজির বিস্তর অভিযোগ এসেছে। পর্যায়ক্রমে তাও প্রকাশ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *