সিলেটে আসছে নগর বাউল, ওয়ারফেজ ও চিরকুট

সিলেট

সিলেটে রক ও মেটাল ঘরানার ব্যান্ডকে নিয়ে কনসার্টের আয়োজন করেছঝে সিক্স বেইজ এক্সপেরেন্টাল মার্কেটিং।

এতে নগর বাউল, চিরকুট, ওয়ারফেজসহ দেশের জনপ্রিয় ১০টি ব্যান্ড মঞ্চ মাতাবে।

২৭ জানুয়ারি শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে দুপুর ২টা থেকে শুরু হবে হেডব্যাঙ্গার্স প্যারাডাইস সিলেট’র কনসার্ট।

সংশ্লিষ্টরা জানান, এই অনুষ্ঠানেই গান পরিবেশন করবে জেমসের নগর বাউল, শারমিন সুলতানা সুমির চিরকুট, ব্যান্ড তারকা সুমন’র অর্থহীন। পাশাপাশি সংগীত পরিবেশন করবে রক ও মেটাল ঘরানার ব্যান্ড পাওয়ার সার্জ, মেকানিক্স, স্যাভেজারি, Psychovina, আইকনসহ সিলেটের দুটি ব্যান্ড দল।

যে কেউ টিকেট কেটে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। রেগুলার টিকেটের মূল্য রাখা হয়েছে ২৯৯ টাকা এবং ভিআইপি টিকেট ১০৯৯ টাকা। অনুষ্ঠানের টিকেট পাওয়া যাবে ১.Heavy Metal T- Shirt ( Elegant Plaza, Zindabazar) ২.Even All (West world Shopping Mall, 2nd floor) Zindabazar,Sylhet ৩.Squad (বারুতখানা),৪.Rhythm & Blues practice pad ( তালতলা পয়েন্ট), ৫.Optical Bazar (রিকাবী বাজার পয়েন্ট) ৬. সুর ভবন ( বিপনী বিতান 2nd floor) Zindabazar,৭. Sheikh Food (জল্লারপাড় ওয়াকওয়ে, জিন্দাবাজার), ৮.বিহারী কাচ্চী (Kazi Asparagas, Barutkhana), ৯.Bookends,Arcadia (Housing State)

১০.Cafe Sylhet (Opposite of Sust Gate),১১.SLOGAN (লামাবাজার), ১২.ব্যতিক্রম (স্কোন মার্কেট, কাজলশাহ), ১৩.Rock Garage practice pad (জেল রোড), ১৪.Cycle Express ( মানিকপীর রোড), ১৫. Secret of Style (SOS)- (নয়াসরক), ১৬.SOSAGE ( মিরবক্সটুলা), ১৭.What The Fuchka  (HAAT) – উপশহর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *