সিলেট নগরীর মেন্দিবাগ পয়েন্টস্থ শাহজালাল সিটি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছাত্রী নগরীর চালিবন্দর এলাকার সতীলাল রবি দাসের মেয়ে রিমি রবি দাস (২০)।
সম্ভাব্য সকল যায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় এদিনই কোতোয়ালি থানায় জিডি করেছেন নিখোঁজ ছাত্রীর বাবা (জিডি নং- ২৯৪১)।
জানা গেছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় মেয়ে রিমি রবি দাসকে মেন্দিবাগ পয়েন্টস্থ শাহজালাল সিটি কলেজে পৌঁছে দেন৷ দুপুর দেড়টায় কলেজ ছুটি হওয়ার পর তিনি মেয়েকে আনতে কলেজে গেলে অনেকক্ষণ অপেক্ষা করার পরও তাকে পাননি। পরে কলেজের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে তিনি জানতে পারেন তার মেয়ে সকাল সাড়ে ১০টার দিকে কলেজ থেকে বের হয়ে গেছে। এরপর সম্ভাব্য সকল যায়গায় খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় থানায় জিডি করেন।
নিখোঁজের প্রায় তিনদিন অতিবাহিত হলেও এখনো মেয়েটির কোন খোঁজ পায়নি তার পরিবার।
মেয়েটির উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং শারীরিক গঠন হালকা পাতলা বলে জিডিতে উল্লেখ করা হয়।
কেউ মেয়েটির সন্ধান পেলে ০১৭১৯-০৫২৭৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মেয়েটির বাবা সতীলাল রবি দাস।
শেয়ার করুন